সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম মঙ্গলবার বিকেলে পলিথিন বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বের হন। এ সময় ফেনীর রামপুর এলাকায় অবস্থিত ফেনী প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ে অভিযান চালিয়ে উৎপাদন করা অবস্থায় ১৬০ কেজি পলিথিন পাওয়া যায়।
পলিথিন উৎপাদন করার অপরাধে কারখানার মালিক সালেউদ্দিন টিপুকে ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১৬০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সিনিয়র কেমিস্ট মো. তানবীর হোসেন, পরিদর্শক শাওন শওকত অনিক, নমুনা সংগ্রহকারী জাহাঙ্গীর আলম, জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।
এ সময় পলিথিন ব্যবহার না করার জন্য দোকানদার, ক্রেতা সবাইকে সচেতন করা হয়। পরিবেশ সুরক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও সূত্রে জানা গেছে।