বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এজলাসে বসছেন। অন্য দুই বিচারপতি হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মেহিতুল হক এনাম চৌধুরী।
তারা এজলাসে বসার পর প্রসিকিউশন টিম আদালত কক্ষে যান। প্রসিকিউশনের পক্ষ থেকে প্রয়োজনীয় কয়েকটি আবেদন করা হবে আজ। গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করা হবে।
যে ট্রাইব্যুনালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার হয়েছে, সেখানেই ২০২৪ এর গণঅভ্যুত্থান দমনে চালানো নিপীড়ন ও হত্যাযজ্ঞের বিচার শুরু হলো। যেখানে মূল অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। মূল ভবনের সংস্কার কাজ প্রায় শেষের দিকে। পহেলা নভেম্বরের মধ্যে সেখানে বিচার কাজ হবে। আপাতত টিনশেডের এজলাসেই বসেছে ট্রাইব্যুনাল।
এখন পর্যন্ত তদন্ত সংস্থা এবং প্রসিকিউশনে ৫৮টি অভিযোগ জমা পড়েছে। যেগুলোর তদন্ত কাজ চলছে।