দেশে এখন
অপরাধ ও আদালত
0

ঢাকা মহানগর জজ আদালতে নতুন পাবলিক প্রসিকিউটর নিয়োগ

ঢাকা মহানগর জজ আদালতের নতুন পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন আইনজীবী মো. ওমর ফারুক ফারুকী। আজ (সোমবার, ১৪ অক্টোবর) আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ (জিপি–পিপি শাখা) থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

এছাড়া, ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের (দেওয়ানি) পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন আইনজীবী আবুল খায়ের এবং জেলা ও দায়রা জজ আদালতের (ফৌজদারি) পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইকবাল হোসেন।

অন্যদিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন শাহিনা হক বিউটি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন নাসিমা আক্তার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৩ এ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন আইনজীবী সাজ্জাদ হোসেন সবুজ।

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন আইনজীবী শাহানা সুলতানা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজিএম) অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়াহিদুজ্জামান টিটু।

এছাড়াও বিভাগীয় বিশেষ জজ আদালত, পরিবেশ আদালত, বিভিন্ন পর্যায়ের ট্রাইব্যুনাল ও ম্যাজিস্ট্রেট আদালতে মোট ৬৬৯ আইন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

এএইচ