অপরাধ ও আদালত
0

কারাগারে ‘বোমা মানিক’

সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিককে (বোমা মানিক) আদালত থেকে কারাগারে পাঠানো হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১০ অক্টোবর) সকালে সাবেক এই এমপি মানিককে জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতের বিচারক আলমগীর হোসনের আদালত  আনা হলে তিনি তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত থেকে কারাগারে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন আসামি পক্ষের আইনজীবী আব্দুল হামিদ। 

তিনি বলেন, ‘সাবেক এই সংসদ সদস্য শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তারপরও উনাকে আসামি করা হয়েছে।’

তিনি বলেন,  ‘সাবেক এই সংসদ সদস্য এখন খুব অসুস্থ। আমরা তার চিকিৎসা সেবা দেওয়ার জন্য ও কারাগারে ডিভিশন দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। সেই সাথে আজকে সুনির্দিষ্ট আদালত না থাকায় আগামী ১৫ অক্টোবর তার জামিন শুনানি হবে।’

এর আগে গত মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

গত (২ সেপ্টেম্বর) বৈষম্যবিরোধী আন্দোলনে আহত এক শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদী হয়ে ৯৯ জনকে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্রের আদালতে এ মামলা দায়ের করেন। মূলত এই মামলায় সাবেক এই এমপিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

ইএ