সুনামগঞ্জে যাদুকাটা নদী থেকে ভারতীয় পেঁয়াজ ও চিনি জব্দ

বিজিবির অভিযানে জব্দ ভারতীয় পণ্য
বিজিবির অভিযানে জব্দ ভারতীয় পণ্য | ছবি: এখন টিভি
1

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা থেকে ১ হাজার ৫৭৫ কেজি ভারতীয় পেঁয়াজ এবং ১০০ কেজি চিনি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (বুধবার, ১০ ডিসেম্বর) সকালে এমন তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি'র অধিনায়ক জাকারিয়া কাদির।

বিজিবি'র তথ্য অনুযায়ী, তাহিরপুরের সীমান্ত এলাকার যাদুকাটা নদী দিয়ে ভারতীয় পণ্য পাচার হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে যাদুকাটা নদীর লাউড়েরগড় অংশে অভিযান চালায় ২৮ বিজিবি।

দীর্ঘক্ষণ অভিযানের পর যাদুকাটা নদী পথে ২টি বারকী নৌকা দিয়ে ১ হাজার ৫৭৫ কেজি ভারতীয় পেঁয়াজ এবং ১০০ কেজি ভারতীয় চিনি পাচার সময় জব্দ করে বিজিবি। যার বাজার মূল্য প্রায় ২ লাখ ৭১ হাজার টাকা।

সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি'র অধিনায়ক জাকারিয়া কাদির বলেন, ‘সীমান্তের যাদুকাটা নদী পথে বারকী নৌকা দিয়ে ভারতীয় পেঁয়াজ ও চিনি পাচারের সময় জব্দ করা হয়। চোরাচালানের বিরুদ্ধে বিজিবি'র এমন অভিযান অব্যাহত থাকবে।’

এএইচ