কুমিল্লা সীমান্তে মানব চোরাচালানকারীসহ ৪ জন আটক

আসিফ হোসেন
কুমিল্লা
0

কুমিল্লার শশীদল সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকালে এক মানব চোরাচালানকারীসহ ৪ জনকে আটক করেছে বিজিবি। আজ (শনিবার, ২৮ সেপ্টেম্বর) তাদের আটক করা হয় বলে বিজিবে সূত্রে জানা গেছে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকা নয়নপুর থেকে মানব চোরাকারবারীসহ তার সহায়তায় ৩ জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশের সময় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) তাদের আটক করে।

আটককৃতরা হলেন মানব চোরাচালানকারী সদস্য মো. আপন মিয়া, হবিগঞ্জের মো. বজলুল আমিন, মো. মামুন মিয়া ও মৌলভীবাজারের মো. তারিকুল ইসলাম।

সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, ‘শশীদল এলাকার মানব চোরাচালানকারীর সদস্য মো. আপন মিয়ার সহায়তায় উল্লিখিত ৩ জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। এসময় তাদের আটক করা হয় এবং ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।’

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

এএইচ