গ্রেপ্তারের পর শাহরিয়ার কবিরকে রাজধানীর ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, রাত আনুমানিক ১১টার দিকে তাকে মহাখালীর বাসা থেকে আটক করা হয়। ছাত্র হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আনা হয় তাকে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হতে পারে বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র।
২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মসূচিকে কেন্দ্র করে ‘নির্বিচারে হত্যা ও লাশ গুম করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ' উল্লেখ করে যে ক’জনের নামে অভিযোগ আনা হয়েছে, তাদের মধ্যে অন্যতম শাহরিয়ার কবির।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় করা এ সংক্রান্ত আবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রাজনীতিবিদ, সাবেক সেনা কর্মকর্তা, সাবেক মন্ত্রী, পুলিশ-সাংবাদিক ও জাগরণ মঞ্চের সংগঠকদের নাম রয়েছে।
গত ২০ আগস্ট এ বিষয় উল্লেখ করে আবেদন করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার চৌধূরী।