অপরাধ ও আদালত
0

আদালতে চাঁদাবাজি করতে গিয়ে দুই ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

সুনামগঞ্জের আদালতে চাঁদাবাজি করতে গিয়ে দুই ছাত্রদল নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (সোমবার, ২ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির নাম ভাঙ্গিয়ে জেলা দায়রা জজ আদালতের নাজির মোহাম্মদ গোলাম কিবরিয়ার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, জেলা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম রাহি, মুস্তাক আহমেদ ও আইনজীবী সহকারী কবির হোসেন।

সুনামগঞ্জ সদর থানা পুলিশ জানায়, সোমবার দুপুরে জেলা দায়রা জজ আদালতের নাজির মোহাম্মদ গোলাম কিবরিয়ার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে দুই ছাত্রদল নেতা ও এক আইনজীবী সহকারী।

পরে আদালতের ভিতরে থাকা আরেক সহকর্মী চাঁদাবাজির বিষয়টি জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল কে জানালে তিনি তাৎক্ষণিক সেখানে এসে তিন চাঁদাবাজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য পুলিশকে অনুরোধ করেন। পরে সুনামগঞ্জ সদর থানা পুলিশ তিন চাঁদাবাজকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল বলেন, ‘বিএনপির নামে কেউ চাঁদা দাবি করলে তাকে তাৎক্ষণিক পুলিশে ধরিয়ে দিবেন।’

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বলেন, ‘দুই ছাত্রদল নেতাসহ এক আইনজীবীর সহকারী জেলা দায়রা জজ কার্যালয়ে নাজিরের কাছে দুই লাখ টাকা দাবি করে। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল তাদেরকে আটকে রাখেন এবং পরে পুলিশ গিয়ে তাদের চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করে নিয়ে আসে।’

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর