সাতক্ষীরায় নির্বাচনি নিরাপত্তায় যৌথবাহিনীর অভিযান শুরু

যৌথবাহিনীর অভিযান
যৌথবাহিনীর অভিযান | ছবি: এখন টিভি
0

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন রোধ এবং ভোটারদের মধ্যে বিরাজমান উদ্বেগ ও শঙ্কা দূর করতে সাতক্ষীরার চারটি আসনের বিভিন্ন ভোটকেন্দ্র এলাকায় যৌথবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ টহল দল বংশীপুর, মুন্সীগঞ্জ, ভেটখালী, কৈখালীসহ জেলার গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে। দিন ও রাতব্যাপী এ টহল কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।

আরও পড়ুন:

সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ হোসেন বলেন, ‘নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে যৌথবাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।’

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, নির্বাচন আচরণবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোটাররা যেন নির্ভয়ে ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে এ টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এসএস