দীপেন দেওয়ান বলেন, ‘আমি সংসদ সদস্য নির্বাচিত হলে সাংবাদিকসহ পার্বত্য চট্টগ্রামের সমস্যা সাম্প্রদায়িক সম্প্রীতিসহ, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, দারিদ্র বিমোচন, যুবকদের বেকারত্ব দূরীকরণের ব্যবস্থা, মহিলাদের কর্মসংস্থানসহ পর্যটনের উন্নয়ন সবক্ষেত্রে সার্বিক উন্নয়ন করা হবে। আমি মনে করি এসব উন্নয়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের অগ্রগতি, শান্তি, সম্প্রীতির উন্নয়ন হবে।’
তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে অনেক সমস্যা রয়েছে। এ সমস্যাগুলো আমরা বসে আলোচনা করবো। এখন আমরা যদি বসতে না পারি তাহলে সমাধান হবে না। আমি চেষ্টা করবো এখানে সব স্টেকহোল্ডারকে নিয়ে আলোচনা করে একটা পরিকল্পিত সিদ্ধান্ত নেয়ার।’
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘বিগত দিনে এমপিরা যেটা দেয় নাই, সেটা দেয়ার চেষ্টা করবো। বিগত দিনের এমপি সাহেবরা এখানে দুর্নীতি উপহার দিয়েছেন। আমি দুর্নীতি জিরো টলারেন্স দেয়ার চেষ্টা করবো।’
এ সময় সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাবেক পার্বত্য উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সিনিয়রসহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, যুগ্ম-সম্পাদক ও মিডিয়া সেলের আহ্ববায়ক নিজাম উদ্দিনসহ দলটির নেতাকর্মীরা।





