সিরাজগঞ্জে একমঞ্চে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ইশতেহার পাঠ

সিরাজগঞ্জে প্রার্থীদের ইশতেহার পাঠ
সিরাজগঞ্জে প্রার্থীদের ইশতেহার পাঠ | ছবি: এখন টিভি
2

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জে একইমঞ্চে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনি ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার, ২১ জানুয়ারি) বিকেলে শহরের মুক্তির সোপানে সিরাজগঞ্জ-২ সংসদীয় আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় আয়োজিত সভায় আসনটির বিভিন্ন দলের প্রার্থী ও তাদের এজেন্টরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আসনটির জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম, বিএনপি মনোনীত প্রার্থীর প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চু, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মুফতি মুহিবাল্লাহ, বাসদ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল মামুন, কমিউনিস্ট পার্টির মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন ও জনতার দলের প্রার্থী সোহেল রানা তদের ইশতেহার ঘোষণা করেন। একইসঙ্গে আচরণবিধি প্রতিপালনের অঙ্গীকার ঘোষণা করেন।

আরও পড়ুন:

সভায় জেলা নির্বাচন কর্মকর্তা মো. আমিনুর রহমান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন খান, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার মিজ বিপাশা হোসাইন উপস্থিত ছিলেন।

এসএস