সুনামগঞ্জে ট্রাক্টকের চাপায় শিশু নিহত

ট্রাক্টকের চাপায় শিশু নিহত
ট্রাক্টকের চাপায় শিশু নিহত | ছবি: এখন টিভি
0

সুনামগঞ্জের দোয়ারা বাজারে ট্রাক্টকের চাপায় এক শিশু নিহত হয়েছে। আজ (সোমবার, ১৯ জানুয়ারি) বিকেলে উপজেলার নরসিংপুর ইউনিয়নের নছরনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাজুল ইসলাম নছরনগর গ্রামের বোরহান উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার বিকেলেও খোলা মাঠে খেলা করছিলেন শিশু তাজুল ইসলাম। এসময় ওই গ্রামের ইউনুস আলীর জমি থেকে তার নিজের বসতভিটা ভরাটের জন্য মন্তাজনগর গ্রামের আমিনের (৪৫) মালিকানাধীন সোনালী ট্রাক্টর দিয়ে মাটি পরিবহন করা হচ্ছিলো।

আরও পড়ুন:

এসময় ট্রাক্টরচালক নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটির ওপরে গাড়ি তুলে দিলে শিশুটির দেহ থেঁতলে মগজ বের হয়ে যায় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম তালুকদার বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।’

এসএস