বরিশালে সান ওমেরা ও ফ্রেস এ তিন কোম্পানির গ্যাসের সরবরাহ স্বাভাবিক থাকলেও বাকি কোম্পানিগুলোর সরবরাহ স্বাভাবিক নেই। বরিশাল নগরীতে প্রতি মাসে ১২ কেজি সিলিন্ডারের চাহিদা প্রায় ৭০ থেকে ৮০ হাজার। সেখানে এখন খুচরা বাজারে সরবরাহ হয় অর্ধেকের ও কম সিলিন্ডার।
আরও পড়ুন:
এদিকে ভোক্তা বা ক্রেতারা জানান, সিলিন্ডার গ্যাস বরিশালে বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ শ টাকায় । যার ফলে সাধারণ গ্রাহকরা ভোগান্তিতে পড়েছে।
গ্যাসের পরিবেশকরা জানিয়েছে, গ্যাসের সরবরাহ কমে যাবার পাশাপাশি এখন তাদের লাভের পরিমাণও কমেছে। এ কারণে গ্রাহকে বাড়তি দাম গুনতে হচ্ছে। বরিশালে মোট ২০ জন গ্যাসের ডিলার আছে। আর মহানগরীতে প্রতি মাসে চাহিদা ৮০ হাজার।তবে হোটেলে ব্যবহৃত গ্যাসসহ মাসে মোট চাহিদা ১ লাখ গ্যাসের কাছাকাছি।





