তেঁতুলিয়ায় ভোর থেকে চারপাশ ঢেকে থাকে ঘন কুয়াশায়, সঙ্গে বইছে উত্তরের হিমেল বাতাস। হিমালয়ের পাদদেশে অবস্থিত এ জেলায় শীতের দাপটে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে পারছেন না অনেকেই, আর সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষরা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, শুক্রবার ভোর ৬টায় জেলার তাপমাত্রা নেমে আসে ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে। সেসময় বাতাসে শতভাগ আর্দ্রতা ছিল এবং বাতাসের বেগ ছিল ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার।
আরও পড়ুন:
শুক্রবার ভোর থেকেই পঞ্চগড়ের গ্রাম ও শহরের সড়ক-মহাসড়ক ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে, বাধ্য হয়ে ধীরগতিতে গাড়ি চালাচ্ছেন চালকরা।
টানা শীত আর কুয়াশায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। কনকনে ঠান্ডার কারণে বিশেষ করে দিনমজুর ও নিম্ন আয়ের অনেক মানুষ ভোরে কাজে বের হতে পারছেন না, ফলে বাড়ছে তাদের দুর্ভোগ।





