ব্যবসায়ী সমিতির আলটিমেটাম: ময়মনসিংহে মিলছে না রান্নার গ্যাস

বন্ধ ময়মনসিংহ ডিপো
বন্ধ ময়মনসিংহ ডিপো | ছবি: এখন টিভি
0

ময়মনসিংহে বন্ধ রয়েছে ডিপো থেকে গ্যাস সরবরাহ, খুচরা দোকান গুলোতেও মিলছেনা রান্নার গ্যাস। এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির আল্টিমেটাম অনুযায়ী আজ (বৃহস্পতিবার, ৮ জানুয়ারি) ছয় দফা দাবিতে সারা দেশের মত ময়মনসিংহেও সিলিন্ডারজাত গ্যাস বিক্রি বন্ধ হয়েছে।

সমিতির নির্দেশ অনুযায়ী সকাল থেকে ডিপো গুলো থেকে গ্যাসের সরবরাহ বন্ধ করা হয়। এ অবস্থায় ময়মনসিংহের বহুজাতিক কোম্পানির কোন ডিলারই গ্যাস সরবরাহ করছেন না, তালা ঝুলতে দেখে গেছে বেশকয়েকটি ডিপোতে গোডাউনে। ফলে সকাল থেকে খুচরো বিক্রেতাসহ সাধারণ ক্রেতাদের ডিপো থেকে ঘুরে যেতে দেখা গেছে।

আরও পড়ুন:

শহুরে বাড়িতে গ্যাস ব্যতীত বিকল্প জ্বালানি ব্যাবহারের সুযোগ না থাকায় অনেকেই বিপাকে পড়েছেন। মাসের শুরুতে এমন অবস্থায় দ্রুত এর সমাধান না এলে দুর্ভোগ বাড়বে বলছেন নগরবাসী। ক্রেতারা জানান নানা অজুহাতেই বেশ কিছুদিন থেকে অতিরিক্ত মূল্যে গ্যাস কিনতে হচ্ছিলো সাথে কৃত্রিম এই সংকটে ভোগান্তি ও খরচ বাড়লো তাদের। এ অবস্থার দ্রুত সমাধান প্রত্যাশা করেন সাধারণ গ্রাহকরা।

ইএ