সমিতির নির্দেশ অনুযায়ী সকাল থেকে ডিপো গুলো থেকে গ্যাসের সরবরাহ বন্ধ করা হয়। এ অবস্থায় ময়মনসিংহের বহুজাতিক কোম্পানির কোন ডিলারই গ্যাস সরবরাহ করছেন না, তালা ঝুলতে দেখে গেছে বেশকয়েকটি ডিপোতে গোডাউনে। ফলে সকাল থেকে খুচরো বিক্রেতাসহ সাধারণ ক্রেতাদের ডিপো থেকে ঘুরে যেতে দেখা গেছে।
আরও পড়ুন:
শহুরে বাড়িতে গ্যাস ব্যতীত বিকল্প জ্বালানি ব্যাবহারের সুযোগ না থাকায় অনেকেই বিপাকে পড়েছেন। মাসের শুরুতে এমন অবস্থায় দ্রুত এর সমাধান না এলে দুর্ভোগ বাড়বে বলছেন নগরবাসী। ক্রেতারা জানান নানা অজুহাতেই বেশ কিছুদিন থেকে অতিরিক্ত মূল্যে গ্যাস কিনতে হচ্ছিলো সাথে কৃত্রিম এই সংকটে ভোগান্তি ও খরচ বাড়লো তাদের। এ অবস্থার দ্রুত সমাধান প্রত্যাশা করেন সাধারণ গ্রাহকরা।





