ভাগাড়ে পরিণত হয়েছে নরসিংদী পৌর পার্ক; ঝুঁকি নিয়ে খেলছে শিশুরা

নরসিংদী পৌর পার্কে ঝুঁকি নিয়ে খেলছে শিশুরা | ছবি: এখন টিভি
0

অযত্ন, অবহেলা আর অব্যবস্থাপনায় ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন পৌর পার্ক। শিশুদের কলকাকলি আর বিনোদনের জায়গাটি বিষাক্ত প্লাস্টিক বর্জ্যের স্তূপে দূষিত হচ্ছে প্রতিনিয়ত। যেখানে জীবনের ঝুঁকি নিয়ে খেলছে শিশুরা। কর্তৃপক্ষের উদাসীনতায় নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে শহরবাসীও। দ্রুত পার্কটি আগের পরিবেশে ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের।

প্রথম দেখায় পার্ক দেখে মনে হতে পারে একটি ময়লার ভাগাড়। আসলে, নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন পৌর পার্কের চিত্র এটি। পুরো পার্ক জুড়ে ছড়িয়ে আছে অব্যবস্থাপনার প্রতিচ্ছবি।

নরসিংদী শহরের ব্যস্ততম রেলওয়ে স্টেশনের ঠিক পাশেই অবস্থিত এ পৌর পার্ক। বছর তিন আগেও সবুজ ঘাসের ঘ্রাণ আর শিশুদের কোলাহলে মুখর থাকলেও, বর্তমান চিত্র একেবারেই ভিন্ন। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে চিপসের প্যাকেট, প্লাস্টিক বোতল আর পলিথিনের স্তূপ; গোটা পার্ক যেন ময়লার ভাগাড়।

শিশুদের খেলার বেশিরভাগ দোলনা ভেঙে পড়ে আছে মাটিতে, স্লিপারের নিচের অংশেও ধরেছে জং। যেগুলো কোনোমতে টিকে আছে, সেগুলোও নড়বড়ে অবস্থা। শহরে আর কোনো উন্মুক্ত জায়গা না থাকায় অনেকটা নিরুপায় হয়েই ঝুঁকি নিয়ে খেলছে শিশুরা। পৌর পার্ক ছাড়াও ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আরও একটি পার্কের অবস্থাও বেহাল। দ্রুত পার্ক দুটি নিরাপদ ও আধুনিক রূপে ফিরিয়ে আনার দাবি সচেতন মহলের।

আরও পড়ুন:

স্থানীয়দের মধ্যে একজন বলেন, ‘বাচ্চাদের রাইডগুলো ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। পুরো পার্কের অবস্থা খুবই বাজে, খুবই জঘন্ন, ময়লা আবর্জনা দিয়ে একেবারে ভরে গেছে।’

অন্য একজন বলেন, ‘এগুলো সংস্কার করে সাইডে ময়লার বিন বসিয়ে দিলে, বচ্চাদের জন্য কিছু নতুন খেলার ব্যবস্থা করে দিলে এবং কিছু বসার জায়গা দিলে মনে হয় ভালো হয়।’

তবে পার্কটির আধুনিকায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন পৌরসভার প্রশাসক মো. মনোয়ার হোসেন।

তিনি বলেন, ‘এটাকে আধুনিকায়ন করে আরও কিছু গাছপালা রোপন, কিছু শিশুদের খেলার সামগ্রী, হাঁটার জায়গা এবং বিনোদনের জন্য কিছু রাইডস স্থাপন করে আধুনিকায়ন করার লক্ষ্যে আমরা একটা প্রকল্প প্রস্তাব প্রস্তুত করছি। এটি প্রস্তুত হলে স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে এটাকে আধুনিক একটি পৌর শিশু পার্কে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে।’

নরসিংদী পৌর পার্কটি প্রতিষ্ঠার কাজ শুরু হয় ২০১৫ সালে। পরে কয়েক দফায় কাজ শেষ হয় ২০১৯ সালে।

এসএস