১০ ঘণ্টা পর শরীয়তপুর–চাঁদপুর নৌপথে ফেরি চলাচল শুরু

স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল
স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল | ছবি: সংগৃহীত
1

ঘন কুয়াশার কারণে প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর–চাঁদপুর নৌপথে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। গতকাল (শনিবার, ৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)।

বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ ইকবাল হোসেন জানান, কুয়াশার ঘনত্ব কমে আসায় রোববার সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিকভাবে শুরু করা হয়েছে। তবে মাঝ নদীতে এখনো আংশিক কুয়াশা থাকায় নিরাপত্তার স্বার্থে ফেরিগুলো ধীরগতিতে চলাচল করছে। কুয়াশা পুরোপুরি কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক গতিতে পরিচালিত হবে।

আরও পড়ুন:

ফেরি চলাচল পুনরায় শুরু হওয়ায় শরীয়তপুর ও চাঁদপুর প্রান্তে দীর্ঘ সময় ধরে অপেক্ষমাণ যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন পারাপার শুরু হয়েছে। এতে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

ইএ