এ তথ্য নিশ্চিত করে আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, জানুয়ারি মাসজুড়েই শীত ও কুয়াশার প্রকোপ অব্যাহত থাকতে পারে।
আরও পড়ুন:
তিনি বলেন, ‘সোমবার মধ্যরাত থেকে তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে।’ ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে বলেও জানান তিনি। এদিকে কুয়াশার প্রভাবে সড়কে যান চলাচল ধীর হয়ে পড়েছে, শীতের কষ্টে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।





