সকালে কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাস বইলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলেছে। তবে সূর্যের তাপ তেমনভাবে অনুভূত না হওয়ায় শীতের কনকনে ভাব রয়ে গেছে। বিশেষ করে ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত ও রাতের দিকে শীত বেশি অনুভূত হচ্ছে।
আরও পড়ুন:
আবহাওয়া অফিস জানিয়েছে, দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কম থাকায় শীত দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আরও কয়েক দিন এ ধরনের শীতল আবহাওয়া বিরাজ করতে পারে।
এদিকে, শীতের কারণে খেটে খাওয়া মানুষ ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর দুর্ভোগ বেড়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, ঠান্ডার কারণে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে এবং আয়-রোজগারেও প্রভাব পড়ছে।





