এসময় দিপু দাসের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।
পাশাপাশি দিপুর পরিবারের পাশে থেকে সব ধরনের আইনি সহযোগিতার আশ্বাস দেন মানবাধিকারকর্মীরা।
আরও পড়ুন:
মানবাধিকার সংগঠন নাগরিক কোয়ালিশনের আহ্বায়ক ও বিখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম বলেন, ‘একজন নাগরিকের প্রতি এরকম অন্যায় হবে, নৃশংসভাবে হত্যা করা হবে— তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। মানুষ যখন ভিন্ন বাংলাদেশের স্বপ্ন দেখছে, সেখানে এরকম অপবাদ দিয়ে বিনা প্রমাণে নৃশংসভাবে একটা মানুষকে শুধু হত্যা না, তার মরদেহকে পোড়ানো হলো, এটি অত্যন্ত অসম্মান ও অত্যন্ত বেদনাদায়ক।’
ন্যায়বিচারের মাধ্যমে দেশবাসীকে পরিবারটির পাশে থাকার আহ্বান জানান তিনি।
এদিকে দিপু দাসের হত্যার ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার হওয়া ১২ জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।




