বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদের খুলনায় সংবাদ সম্মেলন করেন তিনি। আজ (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর) বেলা ১২টায় খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনের তিনি এসব কথা বলেন।
তিনি আরও জানান, ‘হিন্দু হয়ে জামায়াতে ইসলামের সঙ্গে যোগ দেওয়ার কারণ উল্লেখ করে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
এছাড়াও সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীর দলে থেকে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছেন তিনি।’
নির্বাচনের বিষয়ে তিনি জানান, নির্বাচনের মাঠে সব ধর্মের মানুষের সাড়া পাচ্ছেন। এসময় সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





