নিহত ইব্রাহিম (৪০) ঝিনাইদহের মহেশপুর উপজেলার হালিশা গ্রামের তাহাজ্জেল হোসেনের ছেলে ও সেলিম (৩৮) একই গ্রামের মৃত আফিল উদ্দিনের ছেলে।
আরও পড়ুন:
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, ইব্রাহিম ও সেলিম মোটরসাইকেলে যশোর জেনারেল হাসপাতালে রোগী দেখতে যাচ্ছিলেন। পথে যশোর চৌগাছা সড়কের জগহাটি গ্রামের জোড়াপোল ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলে তারা মৃত্যুবরণ করেন।
এসময় চালক বাস ফেলে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। এরপর নিহতদের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





