তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত, ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ

লাইনচ্যুত হওয়া ওয়াগন
লাইনচ্যুত হওয়া ওয়াগন | ছবি: এখন টিভি
2

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় তেলবাহী ট্রেনের একটি ওয়াগন লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। আজ (শনিবার, ২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টায় ফেঞ্চুগঞ্জের মল্লিকপুর এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত করিম।

রেলওয়ে সূত্র জানায়, তেলবাহী ট্রেনটি মল্লিকপুর এলাকায় পৌঁছালে একটি ওয়াগনের চাকা হঠাৎ লাইনচ্যুত হয়। এতে সিলেট–ঢাকা–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

লাইনচ্যুত ওয়াগন উদ্ধারে কুলাউড়া শেড থেকে রিলিফ ট্রেন রওয়ানা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ নুরুল ইসলাম।

দুর্ঘটনার কারণে উদয়ন এক্সপ্রেস ও উপবন এক্সপ্রেস লাইন ক্লিয়ার না হওয়া পর্যন্ত সিলেট স্টেশন ছাড়বে না বলে জানান তিনি। উদ্ধার ও লাইন মেরামত কাজ সম্পন্ন হতে অন্তত ২ ঘণ্টা সময় লাগবে বলে জানান রেল কর্মকর্তারা।

এএইচ