রাঙামাটির বেতবুনিয়ায় কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালক নিহত

দুর্ঘটনা কবলিত সিএনজি চালিত অটোরিকশা
দুর্ঘটনা কবলিত সিএনজি চালিত অটোরিকশা | ছবি: এখন টিভি
0

রাঙামাটির বেতবুনিয়ায় কাভার্ডভ্যান-সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালক হাসান মিয়া (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজি অটোরিকশার যাত্রী গিয়াস উদ্দিন। তাকে রাউজান জে. কে. মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি পুলিশ আটক করলেও পালিয়েছে চালক।

আজ (বুধবার, ২৬ নভেম্বর) সকাল ১০টায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কের কাউখালীর বেতবুনিয়া চেয়ারম্যান ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কাউখালী থানা পুলিশ।

নিহত সিএনজিচালক হাসান মিয়া বরিশাল লালমোহন এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে। আর আহত যাত্রী গিয়াস উদ্দিন কক্সবাজার চকরিয়া কৃষ্ণপুর এলাকার আব্দুল কাদেরের ছেলে।

আরও পড়ুন:

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা এসিআই গ্রুপের মালিকানাধীন ওষুধ বহনকারী কাভার্ডভ্যান দ্রুত গতিতে বেতবুনিয়া চেয়ারম্যান ঘাটা অতিক্রম করছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মুহূর্তেই সিএনজি অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। এসময় সিএনজির চালক হাসান ও যাত্রী গিয়াস উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে উদ্ধার করে রাউজান জে. কে. মেমোরিয়াল হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন হাসানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

কাউখালী থানার ওসি সাইফুল ইসলাম সোহাগ দুর্ঘটনা হতাহতের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে। দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যানটি আটক করেছে পুলিশ। পালিয়ে যাওয়া চালককে আটকের চেষ্টা চলছে।’

এসএস