ভূমিকম্পে পুরান ঢাকায় নিহত বাবা-ছেলেকে লক্ষ্মীপুরে দাফন

ভূমিকম্পে নিহত আবদুর রহিম ও তার ছেলে আবদুল আজিজ রিমনের দাফন সম্পন্ন
ভূমিকম্পে নিহত আবদুর রহিম ও তার ছেলে আবদুল আজিজ রিমনের দাফন সম্পন্ন | ছবি: এখন টিভি
0

ভূমিকম্পে পুরান ঢাকায় ইটের রেলিং ভেঙে নিহত বাবা-ছেলে আবদুর রহিম (৫৫) ও আবদুল আজিজ রিমনকে (১৩) তাদের নিজ এলাকা লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আজ (শনিবার, ২২ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার আস সুন্নাহ মাদ্রাসা ও মসজিদে তাদের জানাজা সম্পন্ন হয় এবং এরপর দাফন করা হয়।

এসময় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ তাদের জানাজায় অংশ নেন। এর আগে, ভোরে বাবা-ছেলের মরদেহ তাদের গ্রামের বাড়িতে পৌঁছালে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়, কান্নায় ভেঙে পড়েন পরিবার ও স্বজনরা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সদর উপজেলার বশিকপুর এলাকার বাসিন্দা আবদুর রহিম পুরান ঢাকায় স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করতেন। সদরঘাটে ব্যবসা করতেন তিনি। গতকাল (শুক্রবার, ২১ নভেম্বর) সকালে ছেলেকে সঙ্গে নিয়ে পুরান ঢাকায় বাজার করতে গেলে ভূমিকম্পের সময় ইটের রেলিং ভেঙে পড়ে ঘটনাস্থলেই মারা যান তারা।

আরও পড়ুন:

এই মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না বলেও জানান তারা। পরিবারের দু’জনকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন পরিবার ও স্বজনরা। এলাকায় বিরাজ করছে শোকের মাতম।

উল্লেখ্য,গতকাল (শুক্রবার, ২১ নভেম্বর) সকালে আঘাত হানা ৫.৭ মাত্রার ভূমিকম্পে সারা দেশে ১০ জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে নরসিংদীতে ৫, নারায়ণগঞ্জে ১ এবং ঢাকায় ৪ জন রয়েছে বলে জানা যায়।

এসএইচ