আজ (রোববার, ১৬ নভেম্বর) ফরিদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. কামুল হাসান মোল্লা জানান, রায়কে কেন্দ্র করে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের যানবাহনের চলাচল নির্বিঘ্নে করতে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের পাশাপাশি থাকবে চার প্লাটুন বিজিবি।
এদিকে ফরিদপুর পুলিশ সুপার মো. আব্দুল জলিল জানিয়েছেন, জেলা জুড়েই আমাদের নিরাপত্তার ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে থাকবে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে এর বাইরেও প্রতিটা উপজেলা এবং মহাসড়কগুলোতে থাকবে পুলিশ র্যাবের টহল টিম।





