চাঁপাইনবাবগঞ্জে ন্যায্য পানি বণ্টনের দাবিতে বিএনপির সমাবেশ আজ

বিএনপির ‘বিশাল সমাবেশ’—এর প্রস্তুতি
বিএনপির ‘বিশাল সমাবেশ’—এর প্রস্তুতি | ছবি: এখন টিভি
1

যুগ যুগ ধরে ন্যায্য পানির হিস্যা থেকে বঞ্চিত হয়ে আসছে বাংলাদেশ। ফলে শুকিয়ে যাচ্ছে পদ্মাসহ দেশের বিভিন্ন নদ-নদী, আর বর্ষা মৌসুমে পদ্মার ভয়াবহ ভাঙনে তলিয়ে যাচ্ছে হাজারও বসতবাড়ি। নদী শূন্যতা ও ভাঙন কবলিত মানুষের এ দীর্ঘদিনের দুর্দশার প্রতিবাদে ‘চলো যাই ভাই, পদ্মা বাঁচাই’—এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে মহাসমাবেশের আয়োজন করেছে বিএনপি।

আজ (শনিবার, ১৫ নভেম্বর) দুপুর ২টায় চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে রাজশাহী বিভাগে যারা মনোনয়ন পেয়েছেন তারা সবাই আসবেন। ওই সমাবেশে ৫০ হাজার থেকে এক লাখ লোকের জমায়েতের প্রস্তুতি নেয়া হচ্ছে। প্রতিটি ইউনিয়ন থেকে দুই-তিন হাজার লোক আসবে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন:

সমাবেশকে কেন্দ্র করে আয়োজনে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। চাঁপাইনবাবগঞ্জের কলেজ মাঠে তড়িঘড়ি করে নির্মাণ করা হচ্ছে মূল মঞ্চ, কাঠামো দাঁড় করানোর পাশাপাশি বাড়ানো হচ্ছে নিরাপত্তা বেড়া ও অতিথি বসার ব্যবস্থা। পুরো আয়োজনস্থলজুড়ে কর্মীদের পদচারণায় এখন উৎসবমুখর পরিবেশ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ ও আশপাশের এলাকায় কাজ করছে সংগঠনের স্বেচ্ছাসেবক দল।

এরইমধ্যে সমাবেশকে ঘিরে পুরো শহরে টাঙানো হয়েছে ব্যানার-ফেস্টুন ও পোস্টার। বিভিন্ন মোড়ে মাইকিং করে জানানো হচ্ছে সমাবেশের সময়সূচি ও বক্তব্য। শহরের প্রধান সড়কগুলোতে দেখা যাচ্ছে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি, যা সমাবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

এসএস