মানিকগঞ্জে হত্যা মামলার আসামির আত্মহত্যা

মোহাম্মদ সাকিন
মোহাম্মদ সাকিন | ছবি: সংগৃহীত
0

মানিকগঞ্জ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পৌলী এলাকায় মোহাম্মদ সাকিন (১৭) নামে এক কিশোর ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ (সোমবার, ১০ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে। সাকিন একই এলাকার পলাশ হত্যা মামলার আসামি।

নিহত সাকিন পৌলী এলাকার মো. আমজাদ হোসেনের ছোট ছেলে। চার ভাইবোনের মধ্যে সে ছিল সবার ছোট।

পারিবারিক সূত্রে জানা গেছে, সাকিন পৌলী এলাকার পলাশ হত্যা মামলার আসামি হিসেবে সাত মাস গাজীপুর শিশু সংশোধনাগারে থাকার পর প্রায় তিন মাস আগে জামিনে বাড়ি ফিরে আসে।

আরও পড়ুন:

সাকিনের দুলাভাই মো. রাব্বি বলেন, ‘জামিনে বাড়ি ফেরার পর থেকেই সে এক ধরনের হতাশায় ভুগছিল। সে নিজের মতো থাকতো। আজও আমার শ্বশুরের সঙ্গে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে দুপুরে একসঙ্গে বাড়িতে ফিরে আসে। তারপর আমার স্ত্রী জানায় সাকিন ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। হয়তো হতাশা থেকেই সাকিন এমন সিদ্ধান্ত নিয়েছে।’

মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।’

এসএস