প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পশ্চিম রূপসা ঘাট থেকে আসাদুল মাঝি ট্রলারে অতিরিক্ত যাত্রী বোঝাই করে পূর্ব রূপসা ঘাটে আসছিলো।
আরও পড়ুন:
ট্রলার পূর্ব রূপসা ঘাট পন্টুনে জোরালোভাবে ধাক্কা লাগে। এ সময় ট্রলারে থাকা বেশ কিছু যাত্রী নদীতে পড়ে গেলে অনেকে সাঁতার কেটে উঠতে পারলেও রূপসা উপজেলার তালিমপুর গ্রামের বাসিন্দা ৪০ বছর বয়সী শেখ মহিদুল হক মিঠু উঠতে পারেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলারে অতিরিক্ত যাত্রী ছিলো। নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে যাত্রীবাহি ট্রলারটি পন্টুনের সাথে ধাক্কা লাগে। এ সময় ট্রলার থেকে অনেক যাত্রী নদীতে পড়ে যায়। অনেকে নদী থেকে উঠতে পারলেও সন্ধানী ক্লিনিকের এডমিন অফিসার শেখ মহিদুল হক মিঠু উঠতে পারেননি।





