কোটি টাকার তিন সেতু, নেই সংযোগ সড়ক; ভোগান্তিতে রাঙামাটির মানুষ

রাঙামাটিতে সেতুতে নেই সংযোগ সড়ক
রাঙামাটিতে সেতুতে নেই সংযোগ সড়ক | ছবি: এখন টিভি
0

রাঙামাটির বাঘাইছড়িতে কোটি টাকা ব্যয়ে নির্মিত তিনটি সেতুর সাড়ে ৮০০ ফুট সংযোগ সড়ক না থাকায় জনস্বার্থে তা কাজে আসছে না। এতে দশ হাজারের বেশি বাসিন্দা দৈনন্দিন যাতায়াতে ভোগান্তি পোহাচ্ছেন। জনগুরুত্ব বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সংযোগ সড়কের বাস্তবায়ন চান স্থানীয় বাসিন্দারা। সংযোগ সড়ক নির্মাণে ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা প্রশাসকের।

রাঙামাটির বাঘাইছড়ি পৌর এলাকায় কোটি টাকা ব্যয়ে নির্মিত তিনটি সেতুর সাড়ে ৮০০ ফুট সংযোগ সড়ক নেই। এতে ব্যবহার করা যাচ্ছে না সেতুগুলো। দৈনন্দিন যাতায়াতে দশ হাজারের বেশি বাসিন্দা পোহাচ্ছেন দুর্ভোগ।

পৌর এলাকার কুদ্দুস পাড়ায় ছড়ার উপর নির্মিত সেতু দুটি এখন স্থানীয়দের আক্ষেপ আর দুর্ভোগের সাক্ষী। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু কালভার্ট নির্মাণ কর্মসূচিতে ২০১৮-১৯ অর্থবছরে নির্মাণ করা হয় সেতু দুটি। কিন্তু, প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুগুলোর সংযোগ সড়ক না থাকায় গেল সাত বছর ধরে পরিত্যক্ত হয়ে আছে। এতে জরুরি রোগী পরিবহন, মৌসুমি ফল-ফসল বাজারজাত ও নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাতে মারাত্মক ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা।

গ্রামবাসীরা জানান, বছরের বেশিরভাগ সময় পানির নিচে থাকে সড়কটি। এ সড়ক দিয়ে একটি রিকশা যেতে পারে না। রোগীদের হাসপাতালে নিয়ে যেতে কষ্ট হয় তাদের। দ্রুত সময়ের মধ্যে সড়ক নির্মাণের দাবি স্থানীয়দের।

আরও পড়ুন:

অপরদিকে, একই সময়ে কাচালং সরকারি উচ্চ বিদ্যালয় এবং কাচালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যাতায়াত সড়কে ৩৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় ৩৯ ফুট দৈর্ঘ্যের আরেকটি সেতু। কিন্তু, সেতুর উত্তর প্রান্তে মাত্র ৫০ ফুট সংযোগ সড়কের অভাবে বিদ্যালয় দুটির শিক্ষার্থী ও স্থানীয় প্রায় ৫ হাজার গ্রামবাসী ব্যবহার করতে পারছেন না সেতুটি।

কাচালং সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘দুই প্রতিষ্ঠান মিলে এক হাজারের মতো শিক্ষার্থী হবে। কিন্তু এ পথটি এখন ব্যবহার করা যাচ্ছে না। বর্ষাকালে খুব নাজুক অবস্থায় থাকে। জরুরিভিত্তিতে এ রাস্তাটি করা দরকার।’

তবে, তিনটি সেতুর সংযোগ সড়ক নির্মাণে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, ‘যে সেতুগুলোর কথা বলা হচ্ছে, সে সেতুগুলো যেন দ্রুত সময়ের মধ্যে করা হয়; সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। বিশেষ করে এলডিজি, ত্রাণের দপ্তর তাদের আমরা নির্দেশনা দেব। খুব দ্রুত ব্রিজ নির্মাণের কার্যকারী পদক্ষেপ নেয়ার চেষ্টা করব।’

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঘাইছড়ির এ তিন সেতু দৈনন্দিন যাতায়াত, শিক্ষা, চিকিৎসা ও কৃষিবাণিজ্যের সেতুবন্ধন তৈরি করবে। তাই জনগুরুত্ব বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সংযোগ সড়কের বাস্তবায়ন চান স্থানীয় বাসিন্দারা।

এফএস