জাল নোটের প্রবেশ প্রতিরোধে হিলি সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা

হিলি সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা
হিলি সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা | ছবি: এখন টিভি
0

সম্প্রতি দেশের একটি সীমান্ত দিয়ে ভারত থেকে জাল নোট প্রবেশের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে জাল নোট প্রবেশ ঠেকাতে বাড়তি সতর্কতা জারি করেছে বিজিবি।

আজ (শনিবার, ৮ নভেম্বর) দুপুরে বাড়তি সতর্কতা জারির বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী।

কর্নেল লতিফুল বলেন, ‘জাল নোটের প্রবেশ ঠেকাতে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধীনে সীমান্ত এলাকা গুলোতে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। সীমান্তের চেকপোস্ট গুলোতে বাড়ানো হয়েছে বিজিবি সদস্য সেই সঙ্গে জোরদার করা হয়েছে টহল। গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।’

বিজিবি জানায়, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাতায়াত করা বৈধ পাসপোর্ট যাত্রীদের তল্লাশি করা হচ্ছে, যাতে ভারত থেকে বাংলাদেশি কোনো টাকা তারা আনতে না পারে। জাল নোটের প্রবেশ প্রতিরোধে বিজিবি সবসময় সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে।

এফএস