সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন
সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন | ছবি: এখন টিভি
0

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুনকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। আজ (শনিবার, ৮ নভেম্বর) ভোরে বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করে সিংগাইর থানায় হস্তান্তর করেন।

গ্রেপ্তার আব্দুল্লাহ আল-মামুন সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের বেরিন্ডি গ্রামের আব্দুস সামাদের ছেলে।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আব্দুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে সিংগাইর থানায় একাধিক মামলা রয়েছে। সরকার পতনের পর তিনি দুবাইয়ে আত্মগোপনে ছিলেন। গতকাল রাতে দেশে ফিরে এলে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে শনাক্ত করে গ্রেপ্তার করেন।’

এএইচ