আজ (শনিবার, ৮ নভেম্বর) বিকেলে আখাউড়া উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।
কবীর আহমেদ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনে দলীয় মনোনয়ন পেতে দীর্ঘদিন ধরে মাঠে কাজ করছেন। তবে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনটিতে দলের চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমানকে মনোনয়ন দেয়া হয়েছে। এতে ক্ষোভে ফুঁসে উঠেছেন কবীর আহমেদ ভূঁইয়ার কর্মী-সমর্থকরা।
আখাউড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে বের করা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের পৃথক পৃথক মিছিলগুলো উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষীণ করে স্থানীয় সড়ক বাজারে এসে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:
এসময় আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, আখাউড়া পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আখতার খানসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, দলের মনোনয়ন পাওয়া মুশফিকুর রহমান দীর্ঘদিন প্রবাসে ছিলেন, শারীরিকভাবেও তিনি অসুস্থ। বিগত ১৭ বছর দলের দুর্দিনে কবীর আহমেদ ভূঁইয়াই নেতাকর্মীদের পাশে ছিলেন। আন্দোলন-সংগ্রামে তার অবদান সবচেয়ে বেশি। অথচ তাকে অযৌক্তিকভাবে মনোনয়ন বঞ্চিত করা হয়েছে, যা তৃণমূলের কর্মীদের হতাশ করেছে। তাই মনোনয়ন পুনর্বিবেচনা করে কবীর আহমেদ ভূঁইয়াকে মনোনয়ন না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।





