প্রত্যক্ষদর্শীরা জানান, যুবকটি খাঁ বাড়ী রেললাইন পারাপারের সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন:
এ বিষয়ে নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, মৃত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। মৃতদেহটি আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য কমলাপুর রেলওয়ে থানার মাধ্যমে ঢাকা মেডিকেলে পাঠানোর প্রস্তুতি চলছে।





