পুলিশ জানায়, নিহত আকবর এলাকায় একটি স্টিলের দোকানের ব্যবসায়ী ছিলেন। গতকাল রাতে তিনি স্থানীয় একজন যুবকের মোটরসাইকেলের মালিকানা নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন।
এসময় কথা-কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের কয়েকজন যুবক তার বুকে ও হাতে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। আহত অবস্থায় স্বজনরা আকবরকে হাসপাতালে নেয়ার পথে গাড়িতে দ্বিতীয় দফায় হামলা চালায় অভিযুক্তরা।
আরও পড়ুন:
পরে হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক আকবরকে মৃত ঘোষণা করেন। হামলাকারীরা সবাই হালিশহর ও নিহত আকবরের বাড়ির আশেপাশের বাসিন্দা বলে দাবি স্বজনদের। এ ঘটনায় হালিশহরের মাইজপাড়া এলাকায় আতংক বিরাজ করছে।
নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ও মামলাসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।





