চট্টগ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন, আটক ২

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল | ছবি: এখন টিভি
0

চট্টগ্রামের হালিশহরে মোটরসাইকেল নিয়ে বিরোধে প্রতিপক্ষের ছুরির আঘাতে খুন হয়েছেন আকবর নামে এক যুবক। গতকাল (শুক্রবার, ৭ নভেম্বর) রাত ১০টার দিকে হালিশহর মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এরই মধ্যে দু’জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, নিহত আকবর এলাকায় একটি স্টিলের দোকানের ব্যবসায়ী ছিলেন। গতকাল রাতে তিনি স্থানীয় একজন যুবকের মোটরসাইকেলের মালিকানা নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন।

এসময় কথা-কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের কয়েকজন যুবক তার বুকে ও হাতে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। আহত অবস্থায় স্বজনরা আকবরকে হাসপাতালে নেয়ার পথে গাড়িতে দ্বিতীয় দফায় হামলা চালায় অভিযুক্তরা।

আরও পড়ুন:

পরে হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক আকবরকে মৃত ঘোষণা করেন। হামলাকারীরা সবাই হালিশহর ও নিহত আকবরের বাড়ির আশেপাশের বাসিন্দা বলে দাবি স্বজনদের। এ ঘটনায় হালিশহরের মাইজপাড়া এলাকায় আতংক বিরাজ করছে।

নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ও মামলাসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এসএস