শীতলক্ষ্যায় ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ, উদ্ধারে ফায়ার সার্ভিস

উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস
উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস | ছবি: এখন টিভি
0

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অসতর্কতার কারণে এক অজ্ঞাতনামা কিশোর পানিতে ডুবে নিখোঁজ হয়েছে। গতকাল (শুক্রবার, ৭ নভেম্বর) রাত আনুমানিক সোয়া ১০টার দিকে সদর থানার টার্মিনাল ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ নৌ পুলিশের উপ-পরিদর্শক রকিবুল হাসান জানায়, শুক্রবার রাতে বন্দর ঘাট থেকে একটি ট্রলার ছেড়ে আসে। এসময় আনুমানিক ১২ বছর বয়সী এক কিশোর টার্মিনাল ঘাটে নামতে গিয়ে পা ফসকে নদীতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

পরে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল এসে উদ্ধার তৎপরতা শুরু করে। গভীর রাত পর্যন্ত খোঁজাখুঁজি করে কিশোরকে উদ্ধার করা যায়নি। পরে আজ (শনিবার, ৮ নভেম্বর) সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু হয়।

আরও পড়ুন:

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ‘শুক্রবার রাতে ট্রলার থেকে নদীতে পড়ে এক কিশোর নিখোঁজ হয়। রাতে খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়নি। শনিবার সকাল থেকে আবার উদ্ধার কাজ শুরু হয়েছে।’

এদিকে সকাল সোয়া ৯ টায় এই সংবাদ লেখার সময়ও নিখোঁজ কিশোরকে উদ্ধার করা যায়নি।

এসএস