নারায়ণগঞ্জের ডিসি পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার রিয়াজ হোসেন
গ্রেপ্তার রিয়াজ হোসেন | ছবি: এখন টিভি
0

নারায়ণগঞ্জে জেলা প্রশাসক পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে রিয়াজ হোসেন (৩৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (মঙ্গলবার, ৪ নভেম্বর) রাতে ফতুল্লার খানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রিয়াজ হোসেন বরিশালের বাবুগঞ্জের আবুল হোসেনের ছেলে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত রিয়াজ হোসেন জেলা প্রশাসক পরিচয় দিয়ে মোবাইলে, হোয়াটসঅ্যাপ ও ট্রু-কলারে বিভিন্ন লোকজনের কাছ থেকে চাকরির কথা বলে বিকাশসহ অন্যান্য মাধ্যমে টাকা হাতিয়ে নেয়।

আরও পড়ুন:

বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত নাজির কামরুল ইসলাম গত ৪ নভেম্বর ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ করেন।

তারেক আল মেহেদী আরও জানান, অভিযোগের প্রেক্ষিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম তৎপর হয়। পরে খানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়। তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিসস্ট্রেট আদালতের বিচারক শামীমা আক্তার শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ইএ