ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়েছে বাজারের ১১ দোকান

আগুনে পুড়ে যাওয়া দোকান
আগুনে পুড়ে যাওয়া দোকান | ছবি: এখন টিভি
0

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মেড্ডা বাজারে অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে গেছে। আজ (বুধবার, ৫ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোররাত সাড়ে ৩টার দিকে বাজারের একটি দোকানে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে। এতে সেলুন, কাপড়, পান, ফার্মেসি ও জুতাসহ বিভিন্ন পণ্যের ১১টি দোকান পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজমুল আলম জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।

এএইচ