আহত সাংবাদিকরা হলেন, নয়া দিগন্তের মাল্টিমিডিয়া গাজীপুর প্রতিনিধি মো. মোজাহিদ, দৈনিক আমার সংবাদের এস এম জহিরুল ইসলাম ও আলোকিত সকালের সাংবাদিক হুমায়ুন কবির।
স্থানীয়রা জানায়, এলাকাটিতে দীর্ঘদিন রাজনৈতিক নেতাকর্মীদের ছত্রছায়ায় সরকারি বন বিভাগের জমির শতাধিক গজারি গাছ কেটে পাচার করে আসছে একটি চক্র। মঙ্গলবার দুপুরে আবারও গাছ কাটার খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছালে সবাই পালিয়ে যায়।
আরও পড়ুন:
পরে সাংবাদিকরা ঘটনাস্থলের ভিডিও ধারণ করতে গেলে আবুল কাশেম ও তার সহযোগীরা দলবল নিয়ে সাংবাদিকদের উপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে ত্রিপল নাইনে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।
আহত সাংবাদিকরা কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে আটক করেছে পুলিশ।





