৮ দাবিতে সিলেট বিভাগের সব রুটে রেলপথ অবরোধ কর্মসূচি

অবরোধ কর্মসূচি
অবরোধ কর্মসূচি | ছবি: সংগৃহীত
0

সিলেট-কক্সবাজার ও ঢাকা-সিলেট রুটে নতুন দুটি ট্রেন চালুসহ ৮ দাবিতে সিলেট বিভাগের সব রুটে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। আজ (শনিবার, ১ নভেম্বর) সকাল থেকে শুরু হয়েছে এ অবরোধ কর্মসূচি।

সকালে মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে জড়ো হন স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ। পরে রেললাইনে লাল পতাকা টাঙিয়ে অবরোধ করেন তারা। এ সময় সিলেট-কক্সবাজার ও ঢাকা-সিলেট রুটে নতুন দুটি ট্রেন চালুসহ ৮ দাবিতে স্লোগান দেন তারা।

আরও পড়ুন:

এদিকে অবরোধের কারণে সকাল থেকে কোনো রুটে টেন চলাচল শুরু হয়নি। স্টেশনে স্টেশনে অপেক্ষা করেন সাধারণ যাত্রীরা।

এর আগে, গতকাল সন্ধ্যায় কুলাউড়া জংশন স্টেশনের ভিআইপি ওয়েটিং রুমে আন্দোলনকারীদের সঙ্গে রেলওয়ে কর্তৃপক্ষের বৈঠক হয়। বৈঠকে সমাধান না হওয়ায় বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা। অবিলম্বে দাবি মেনে নেয়ার আহ্বান জানান তারা।

ইএ