জামালপুরে নদীতে গোসল করতে নেমে ৩ শিশুর মৃত্যু, নিখোঁজ ২

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
1

জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদীতে গোসল করতে গিয়ে সহোদর ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও দুই শিশু। আজ (শুক্রবার, ৩১ অক্টোবর) বিকেলে মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানী এলাকায় ঝিনাই নদীতে গোসল করতে যায় কয়েকজন শিশু। গোসলের এক পর্যায়ে পানিতে ডুবে নিখোঁজ হয় পাঁচ শিশু।

জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সেরর টিম লিডার মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে তিন শিশুর মরদেহ উদ্ধার করেন।

তিনি আরও জানান, রাত বেশি হওয়ায় উদ্ধার স্থগিত করা হয়েছে। আগামীকাল (শনিবার, ১ নভেম্বর) সকালে তারা আরও দুই নিখোঁজ শিশুর উদ্ধার অভিযান শুরু করবে।

আরও পড়ুন:

নিহতরা হলো— চর ভাটিয়ানী এলাকার দুদু মিয়ার ছেলে আবু হাসান ও মেয়ে মরিয়ম এবং সরিষাবাড়ি উপজেলার বাউশী এলাকার নুর ইসলামের মেয়ে সাইরা আক্তার। এছাড়াও কুলসুম ও বৈশাখী এখনও নিখোঁজ রয়েছে।

মারা যাওয়া দুই শিশু মরিয়ম ও আবু হাসানের ফুফু শিখা বেগম জানান, বাচ্চা বিকেলের দিকে খেলতে খেলতে বাড়ির সামনে ঝিনাই নদীতে গোসল করতে নেমে তারা ডুবে মারা গেছে। এখনও কুলসুম নামে এক শিশু নিখোঁজ রয়েছে। আর এ ঘটনায় ওই এলাকায় শোকের মাতম চলছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে।

এসএস