বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দায়িত্বে থাকা ২৫ পুলিশ সদস্য বাস দুর্ঘটনায় আহত

বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দায়িত্বে থাকা ২৫ পুলিশ সদস্য বাস দুর্ঘটনায় আহত হয়েছেন
বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দায়িত্বে থাকা ২৫ পুলিশ সদস্য বাস দুর্ঘটনায় আহত হয়েছেন | ছবি: এখন টিভি
1

বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দায়িত্ব পালনে যাওয়ার সময় বাস দুর্ঘটনায় আহত হয়েছেন ২৫ নারী পুলিশ সদস্য। আজ (শুক্রবার, ৩১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনে এ দুর্ঘটনা ঘটে। আহত ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল ও বাকিদের পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ জানায়, দুপুরে প্রায় ৫০ জন পুলিশ নিয়ে বাসটি দামপাড়া থেকে রওনা দেয়। তারা সবাই বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট ম্যাচে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। পুলিশ লাইনের ভেতরেই উঁচু রাস্তা থেকে নিচে নামার সময় হঠাৎ ব্রেক ফেল হয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

আরও পড়ুন:

এসময় চালক বিষয়টি বুঝতে পেরে সবাইকে সতর্ক করেন এবং শক্ত হয়ে বসতে নির্দেশনা দেন। এতে বাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ পরই বাসটি সড়কের পাশের দেয়ালে ধাক্কা দেয়। এতে অন্তত ২৫ জন নারী পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানানো হয়।

ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশের উদ্ধারকর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নেন। দুর্ঘটনাকবলিত বাসটি বর্তমানে পুলিশ লাইন্সের ভেতরে রাখা হয়েছে। তবে হতাহতের কেউ গুরতর বা আশঙ্কাজনক অবস্থায় নেই বলে জানিয়েছেন চিকিৎসক।

এসএইচ