একই দাবিতে জেলার সবকটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসেও এ কর্মসূচি পালন করেন কালেক্টরেট নন গেজেটেড কর্মকর্তা কর্মচারী পরিবার।
এর আগে গত ২২ অক্টোবর জেলা শহরের আনন্দবাজারের বাঁশপট্টিতে লিজ দেয়া জমির রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে দুর্বৃত্তরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও ভূমি অফিসের অন্তত ১৫ জন কর্মকর্তা-কর্মচারীর ওপর হামলা করে। পরে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন:
বিক্ষোভ সমাবেশে কালেক্টরেট নন গেজেটেড কর্মকর্তা-কর্মচারী পরিবারের আহ্বায়ক এম. এম. জাকারিয়া আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক রুবেল মিয়া ও জেলা প্রশাসক কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা শাহজাদা খান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সরকারি আদেশ বাস্তবায়নে আনন্দবাজারের বাঁশপট্টিতে গেলে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা করে। হামলার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। পরে বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন আন্দোলনকারীরা।





