চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।
আরও পড়ুন:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে একটি ট্রলারযোগে বিপুল পরিমাণ ইউরিয়া সার পাচার চেষ্টার খবর পেয়ে উপজেলার চর তোরাব আলী জিলা ঘাটে অভিযান চালায় পুলিশ। সেখানে গিয়ে সারের কোনো মালিক পাওয়া যায়নি। স্থানীয় জামাল মাঝি নামের ব্যক্তি ট্রলারটির মালিক ও সাইফুল নামের একজন ট্রলারটির চালক বলে স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছেন। তবে বিষয়টি পুলিশ নিশ্চিত করতে পারেনি।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, আনমুানিক ৩৫০ বস্তার বেশি সার আটক করা হয়েছে। সারগুলো এখনও ট্রলারে রয়েছে। সারের মালিকানা দাবি করে এখনো কেউ আসেনি।
স্থানীয় লোকজনের দেয়া তথ্য অনুযায়ী, সারগুলো মিয়ানমারের উদ্দেশে পাচার করে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এসব তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি।





