বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, জব্দকৃত চোরাই পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, থ্রি-পিস, মোবাইল ফোন, মোবাইল ফোনের ডিসপ্লে, ওষুধ ও প্রসাধনী ইত্যাদি।
এদিকে, আজ (বৃহস্পতিবার, ২৩ অক্টোবর) সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৬ কোটি টাকা মূল্যের শাড়ি, থ্রি-পিস ও চশমা জব্দ করেছে বিজিবি।
আরও পড়ুন:
বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. জিয়াউর রহমান জানান, জব্দকৃত পণ্যের মধ্যে ১ কোটি ১৯ লাখ ৯১ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস এবং ৪ কোটি ৫০ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় চশমা জব্দ করা হয়েছে। সীমান্ত দিয়ে যেসব চোরাচালান পণ্য আসছে, সেগুলো বিজিবির হাতে ধরা পড়ছে বলেও জানান তিনি।





