দলের নীতি নির্ধারকেরা কাউকে এখনও প্রার্থিতা ঘোষণা করেনি: হালিম সাজ্জাদ

জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল হালিম সাজ্জাদ
জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল হালিম সাজ্জাদ | ছবি: এখন টিভি
0

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশী পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল হালিম সাজ্জাদ বলেছেন, দলের নীতি নির্ধারকেরা কাউকে এখনও প্রার্থিতা ঘোষণা করেনি। যারা বলছে অমুককে সবুজ সংকেত দেওয়া হয়েছে, তারা সমর্থকদের কাছে মিথ্যা দাবি করে বেড়াচ্ছে।

আজ (‎বৃহস্পতিবার, ২৩ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত পাবনা-২ সুজানগর-বেড়া নির্বাচনি আসনের বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দলীয় ৩১ দফার লিফলেট বিতরণ ও বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা শেষে পথসভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন:

পথসভায় আব্দুল হালিম বলেন, ‘দল যাকে আগামী নির্বাচনে ধানের শীষ দিবে সুজানগর-বেড়ার মানুষ তার পক্ষে ঝাঁপিয়ে পড়বে। তার হয়ে কাজ করে বিপুল ভোটে এ আসনে বিজয়ী হবো। আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে দলের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উৎসাহিত করতে মাঠে প্রচার কাজ শুরু করেছি।’

এসময়, সুজানগরের পুরাতন স্টেডিয়াম (কাচারি) মাঠ প্রাঙ্গণ থেকে ব্যানার ফেস্টুন ও মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে বের হয় সমর্থকেরা। নাজিরগঞ্জ, বাঁধেরহাট, কাশিনাথপুর, চিনাখড়া হয়ে মোটরসাইকেল শোভাযাত্রাটি পৌর এলাকায় এসে শেষ হয়। শোভাযাত্রায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া দেশ গঠনের ৩১ দফার প্রচার লিফলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সুজানগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল সালাম মোল্লা, উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল মান্নান মোল্লা, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর খান, বিএনপি নেতা কাজী হান্নান, পান্না চৌধুরীসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এফএস