আজ (সোমবার, ২০ অক্টোবর) বাদ আসর বিক্ষোভ মিছিলটি জেলা মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক অতিক্রম করে পৌর বাজারের সামনে শেষ হয়। এরপর সেখানে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় শিবির ও জামায়াত নেতারা বক্তব্য রাখেন।
আরও পড়ুন:
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘গতকাল কাশেম বাজারে কুরআনের দারস অনুষ্ঠানে কাপুরুষের মতো মসজিদের বাহিরে তালা লাগিয়ে তাদের উপর হামলা করে বিএনপি নেতাকর্মীরা। শিবিরের কার্যক্রমে গ্রাম থেকে শহরে শিক্ষার্থীরা ইতিবাচকভাবে গ্রহণ করছে সেটিতে ঈর্ষান্বিত হয়ে এমন ন্যাক্কারজনক হামলা করছে বিএনপি ও তাদের সহযোগী দলেরা নেতাকর্মীরা।’
এসময় বক্তারা বিএনপির এ ধরনের কার্যক্রম, অপরাজনীতি বন্ধ না হলে জনগণকে নিয়ে প্রতিহত করার হুঁশিয়ারি দেন।





