ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে জানান, আজ বিকাল সাড়ে ৪টার দিকে নোয়াখালীর নেয়াজপুর কাশেমবাজার জামে মসজিদে ছাত্রশিবিরের দারসুল কোরআন প্রোগ্রামে যুবদল নেতা ফারুকের নেতৃত্বে স্থানীয় বিএনপি, ছাত্রদল ও যুবদল সন্ত্রাসীরা সংঘবদ্ধভাবে হামলা চালায়। দেশিয় অস্ত্র নিয়ে ইউনিয়ন যুবদল সভাপতি ফারুকের নেতৃত্বে নেয়াজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন বাবুল, ইউনিয়ন বিএনপির সেক্রেটারি জাকির হোসেন আলো, বিএনপির কর্মী ইমাম হোসেন রায়হান ও কামাল হোসেন, ভুলুয়া ডিগ্রি কলেজ ছাত্রদল সভাপতি ইলিয়াস সুজন এবং ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহিন রেজাসহ কয়েক শত সন্ত্রাসী এ হামলায় অংশ নেয়।
আরও পড়ুন:
নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি বিএনপি, ছাত্রদল ও তাদের সহযোগী সংগঠনসমূহও নব্য ফ্যাসিবাদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ছাত্রশিবির ধৈর্য, সহনশীলতা ও সম্প্রীতি বজায় রেখে শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছে। আমরা জড়িতদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনকে ও বিএনপিকে যথাক্রমে আইনানুগ ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।





