নারায়ণগঞ্জে র‍্যাবের ওপর হামলা: প্রধান আসামির সহযোগীকে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার

গ্রেপ্তার নূর নবী ও উদ্ধারকৃত বিদেশি পিস্তল
গ্রেপ্তার নূর নবী ও উদ্ধারকৃত বিদেশি পিস্তল | ছবি: এখন টিভি
3

নারায়ণগঞ্জে র‍্যাবের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি ডাকাত সর্দার সাহেব আলীর ঘনিষ্ঠ সহযোগী নূর নবীকে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। আজ (শনিবার, ১৮ অক্টোবর) বিকেল ৩টায় র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার নাঈমুল হকের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জের ভূমি পল্লীর ৬ নম্বর রোডের হোসেন মঞ্জিলের ৫ম তলার একটি বাসা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার নাঈমুল হক জানান, এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, পিস্তলের ম্যাগজিন, এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত নূর নবী র‍্যাবের ওপর হামলা মামলার এজাহারভুক্ত আসামি। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

আরও পড়ুন:

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর রাতে সিদ্ধিরগঞ্জের আটি এলাকায় অভিযানে গেলে র‍্যাবের ওপর হামলা চালায় ডাকাত সর্দার সাহেব আলী ও তার সহযোগীরা। এতে করে চার র‍্যাব সদস্য গুরুতর আহত হয়। এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করে।

পরে গত ৬ অক্টোবর গাজীপুর থেকে সাহেব আলীর ছেলে সজীব (১৯), স্ত্রী কল্পনা বেগম (২৯), শ্যালক শামীম মিয়া (২৬), হাফিজ শেখ (২৩), আমিনুল ইসলাম (৩৪) ও আকবর (২০) ছয় সহযোগীকে গ্রেপ্তার করে র‍্যাব। গত ১৫ অক্টোবর সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় র‍্যাবের ওপর হামলার ঘটনার প্রধান আসামি ডাকাত সর্দার সাহেব আলীকে।

ইএ