আশুগঞ্জে পাথরবোঝাই ট্রাক থেকে ৬২০ পিস ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ৩

গ্রেপ্তার তিনজন
গ্রেপ্তার তিনজন | ছবি: এখন টিভি
0

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পাথরবাহী একটি ট্রাক থেকে ৬২০ পিস ভারতীয় শাড়ি জব্দসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার সোনারামপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের রাজমনি হোটেলের সামনে থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পাথরবাহী একটি ট্রাক থেকে ৬২০ পিস ভারতীয় শাড়ি জব্দসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার সোনারামপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের রাজমনি হোটেলের সামনে থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আমিনুর রশিদ (৪২), জামাল হোসেন (৩৭) ও মো. শাহেদ (২০)। তাদের বাড়ি সিলেট ও যশোর জেলায়। গতকাল রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন:

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাকে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ট্রাকে লুকিয়ে রাখা ৬২০ পিস ভারতীয় সিল্ক শাড়ি জব্দ করা হয়।

তিনি আরও জানান, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে সিলেট সীমান্ত দিয়ে আনা শাড়িগুলো বাজারজাতের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় ট্রাকের তিন আরোহীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

ইএ